টার্গেট হলদিয়া, ২৮ মের শ্রমিক সমাবেশে যোগ দেবেন অভিষেক

সদ্যই অসম সফর সেরে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের উত্তরসূরি কে, সেই ইস্যুতে মুখ খোলেন তিনি

May 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কাঁথির পর টার্গেট হলদিয়া। অসম সফর শেষে এবার হলদিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২৮ মে শ্রমিক সমাবেশে যোগ দেবেন তিনি।

Abhishek

ওইদিন আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক জেলা কমিটির তরফে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা অভিষেকের। শ্রমিকদের উদ্দেশে কী বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেদিকে নজর সকলের।

রাজনৈতিক মহলের মতে, অভিষেকের হলদিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, বিধানসভা নির্বাচনে হলদিয়ায় জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। সেখানে ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি। আবার হলদিয়ায় অধিকারী পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে। এছাড়াও চলতি বছরই হলদিয়া পুরসভার বর্তমান পুরবোর্ডের মেয়াদও শেষ হচ্ছে। তাই পুরভোটের আগে অভিষেকের হলদিয়া সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, সদ্যই অসম সফর সেরে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের উত্তরসূরি কে, সেই ইস্যুতে মুখ খোলেন তিনি। নিজেকে দলের অনুগত কর্মী হিসাবে উল্লেখ করে নিজের লক্ষ্য সুনিশ্চিত করেন অভিষেক। বাংলা তো বটেই, পাশাপাশি ভিন রাজ্যেও তৃণমূলকে সুপ্রতিষ্ঠিত করাই যে তাঁর একমাত্র টার্গেট, তা উল্লেখ করেন তৃণমূল সাংসদ। তাই অসম সফর শেষে এবার হলদিয়ায় যাচ্ছেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen