খেলা বিভাগে ফিরে যান

করোনার বাড়বাড়ন্ত, চীনে স্থগিত এবছরের এএফসি এশিয়ান কাপ

May 14, 2022 | < 1 min read

এ এফ সি এশিয়ান কাপ, ছবি সৌঃ AFP

করোনার জন্য চীনে স্থগিত হয়ে গিয়েছিল এই বছরের এশিয়ান গেমস। এবার বাতিলই হয়ে গেল সামনের বছর এ এফ সি এশিয়ান কাপের আসর। আগামি বছর ২৪ জুন থেকে ২৪ জুলাই এশিয়ান কাপের আয়োজনের কথা ছিল চীনের। কিন্তু করোনার প্রকোপ প্রতিদিনই বাড়ছে দেখে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এ এফ সি) চীনে এশিয়ান কাপের আয়োজন বাতিল করে দিয়েছে। এ এফ সি সূত্রে জানা গেছে, খুব তাড়াতাড়ি অন্য একটি দেশে এশিয়ান কাপের আয়োজন করা হবে। কোনও অবস্থাতেই টুর্নামেন্ট বাতিল হবে না। তবে এশিয়ান গেমস চীন থেকে সরানো হচ্ছে না। তবে এই বছরে কোনও ভাবেই তা হবে না। হবে সামনের বছর।

২০২৩ সালের এশিয়ান কাপে ২৪টি দেশের খেলার কথা। ভারত এখনও টুর্নামেন্টে কোয়ালিফাই করেনি। কোয়ালিফাই করার জন্য ভারতকে এখন খেলতে হবে আফগানিস্থান, কম্বোডিয়া এবং হংকংয়ের সঙ্গে। সেই ম্যাচগুলি কলকাতায় হবে ৮, ১১ এবং ১৪ জুন। এর মধ্যে এই ম্যাচগুলির প্রস্তুতির জন্য ভারতের দোহায় গিয়ে দুটি প্র্যাক্টিস ম্যাচ খেলার কথা ছিল। ২৫ মে জাম্বিয়ার সঙ্গে এবং ২৮ মে জর্ডনের সঙ্গে। কিন্তু জাম্বিয়া জানিয়ে দিয়েছে তারা ম্যাচটি খেলতে পারবে না। তাদের ফুটবল মরসুম শেষ হয়ে গেছে। নতুন করে ফুটবলারদের ডেকে প্রস্তুতি ম্যাচের জন্য টিম তারা গড়তে পারবে না। তবে জর্ডন ম্যাচ এখনও বাতিল হয়নি। এর মধ্যে ভারতীয় দল দুটি ম্যাচ খেলবে। প্রথমটি আই লিগ অল স্টার্সের সঙ্গে। আর দ্বিতীয়টি সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা দলের সঙ্গে। বাংলা দলের প্র্যাক্টিস হবে মোহনবাগান মাঠে। দুদিন ধরে বাংলা দলের ফুটবলারদের সব রকম আতিথেয়তা দেবে মোহনবাগান ক্লাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #china, #AFC Asian Cup 2023

আরো দেখুন