আবারও বর্ণবিদ্বেষের শিকার কৃষ্ণাঙ্গরা, আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত ১০

আমেরিকায় ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন কালো চামড়ার মানুষজন।

May 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Wall

আমেরিকায় (US) ফের বর্ণবিদ্বেষের শিকার হলেন কালো চামড়ার মানুষজন। তাঁদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে শনিবার। বাফেলো শহরে একটি সুপারমার্কেটের কাছেই এক বন্দুকধারী যুবক তাণ্ডব চালায় (Mass Shooting)। তাঁর গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত আরও তিন জন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, যাঁদের উপর এই আক্রমণ চালানো হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান আমেরিকান, অর্থাৎ তাঁদের চামড়ার রঙ কালো (US)। ১১ জন কালো চামড়ার ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর। অভিযুক্ত ১৮ বছরের এক যুবক। তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, শনিবার হঠাৎই হাতে বন্দুক নিয়ে সুপারমার্কেটের সামনে হাজির হয় ওই যুবক। পার্কিং লটেও তার গুলিতে চার জন ঘায়েল হয়, তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এরপর মার্কেটের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আততায়ী। মার্কেটের সিকিউরিটি গার্ডেরও মৃত্যু হয়েছে।

পুলিশ এলে বন্দুকধারী যুবক নিজেই আত্মসমর্পন করেছে বলে খবর। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কালো চামড়ার মানুষদের প্রতি ঘৃণা থেকেই এই নৃশংস হত্যালীলা চালিয়েছে যুবক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen