গোষ্ঠীদ্বন্দ্বের মাঝেই শপথ নিলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

ত্রিপুরার রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে শনিবার।

May 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Deccan Herald

ত্রিপুরার (Tripura) রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে শনিবার। আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিয়েছেন বিপ্লব দেব (BJP)। তারপর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার (Manik Saha) নামও ঘোষণা হয়ে গেছিল শনিবারই। রবিবার রাজ্যের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

পরের বছরই ত্রিপুরায় ভোট। তার আগে এমন সময়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বিপ্লব দেব। যার কারণ নিয়ে দেশের রাজনৈতিক মহলে চর্চা চলছেই। নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) আগে কংগ্রেসে ছিলেন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২০ সালে তাঁকে বিজেপির স্টেট ইউনিট প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এবছরের মার্চে আবার রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছিলেন মানিক সাহা।
এদিকে ত্রিপুরা বিজেপির অনেকেই মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিয়ে সন্তুষ্ট নন। কালকের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা গেছে এক বিজেপি নেতা চেয়ার টেবিল ভাঙচুর করছেন। বিপ্লব দেবের পরিবর্ত মুখ্যমন্ত্রীকে মানতে না পেরে ত্রিপুরা বিজেপিতে এমন অনেক ছোটখাটো ‘বিদ্রোহ’ শুরু হয়েছে বলে খবর।
এদিকে মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপ্লব দেবের মন্ত্রিসভার অনেকেই হাজির ছিলেন না

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen