বেসরকারি সংস্থাও এবার রকেট ও স্যাটেলাইট তৈরি করতে পারবে: কে সিভান
এবার বেসরকারি সংস্থাও রকেট, স্যাটেলাইট তৈরি করতে পারবে। ভারতের মহাকাশ গবেষণার আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এই লক্ষ্যেই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) পক্ষ থেকে তাদের বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকে প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসরোর চেয়ারম্যান কে সিভান বলেছেন, ভারতের মহকাশ বাণিজ্য এখন থেকে চালনা করা হবে নবগঠিত সংস্থা ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের মাধ্যমে। অন্যদিকে, ইসরো শুধুমাত্র যুক্ত থাকবে মহাকাশ মিশন, গবেষণা এবং হিউম্যান স্পেস ফ্লাইটের উন্নয়নে। অর্থাৎ স্বয়ং ইসরোর প্রধানই বুঝিয়ে দিলেন ইসরোর অধিকার অনেকটাই খর্ব করা হচ্ছে। এখন থেকে কোন কোন সংস্থাকে মহাকাশ গবেষণায় অংশ নিতে দেওয়া যাবে এবং কোন সংস্থাকে ইসরোর প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা প্রদান করা হবে, সেই সিদ্ধান্ত সমূহ আর ইসরো নেবে না। সেগুলি নেবে নতুন সংস্থা।
ইসরো চেয়ারম্যান বলেছেন, বেসরকারি সংস্থা নির্মিত স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণ করার জন্য ইসরোর প্রযুক্তি ও পরিকাঠামো ব্যবহার করা যাবে। ভারতের এখন ১৫টি কমিউনিকেশন স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইটের মাধ্যমেই ইন্টারনেট ও টেলিকম পরিষেবা পাওয়া যায়। এছাড়া রয়েছে ১৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট। যা আবহাওয়া পর্যবেক্ষণের কাজেই প্রধানত ব্যবহার করা হয়। এই প্রথম বেসরকারি সংস্থাকে যুক্ত করা হচ্ছে। তবে সরাসরি পৃথক সংস্থা তৈরি করে ইসরোর থেকে ওই বেসরকারি সংস্থা বাছাই করা এবং প্রযুক্তি হস্তান্তর এই প্রথম এমন নয়। মহাকাশ গবেষণার বিপুল আর্থিক বোঝা সামলাতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত।