দেশ বিভাগে ফিরে যান

তীব্র দাবদাহে পুড়ছে রাজধানী দিল্লি, জারি হয়েছে কমলা সতর্কতা

May 15, 2022 | 2 min read

পুড়ছে প্রয়াগরাজ। ছবি সৌঃ এনডিটিভি

তীব্র দাবদহে পুড়ছে দিল্লি (Delhi)। শুক্রবার নজফগড়ের তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের বক্তব্য, আপাতত এই পরিস্থতির পরিবর্তন হবে না। মৌসম ভবন জানিয়েছে, রাজধানীর তাপমাত্রার পারদ এখন ৪৬, এমনকী ৪৭ ডিগ্রিও ছুঁতে পারে। অন্যদিকে গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে থাকবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে। রাজধানীতে জারি হয়েছে কমলা সতর্কতা।

কিছুদিন আগেই আবহ বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, খুব শীঘ্রই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। মনে করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি। উল্লেখ্য, চলতি বছরেই এপ্রিলের গড় তাপমাত্রা গত ১২২ বছরের তাপমাত্রার ইতিহাসে রেকর্ড গড়েছে। উত্তর পশ্চিম ও মধ‌্য ভারতের দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, পূর্ব রাজস্থান ও তেলেঙ্গানার উত্তর অংশে তাপপ্রবাহ (Heat Wave) চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। বর্তমান পরিস্থিতি সেরকমই।

আবহবিদরা জানান, “সাধারণত মে মাসকে সর্বাধিক গরমের মাস বলে মনে করা হয়। কিন্তু এবার উত্তর পশ্চিম ও মধ‌্য ভারতে এপ্রিলের গড় তাপমাত্রা ছিল ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস ও ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩.৩৫ ডিগ্রি বেশি। অ‌ন‌্যদিকে মধ‌্য ভারতে ১৯৭৩ সালের এপ্রিলের গড় তাপমাত্রা ৩৭.৭৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড এ বছর ভেঙে গিয়েছে। সেই সময়েই মনে করা হচ্ছিল ভয়ংকর মে মাস আসতে চলেছে। কার্যত সেই অবস্থার মুখোমুখি উত্তর ভারত।

দিল্লি-সহ উত্তর ভারত যখন তাপপ্রবাহে পুড়ছে, তখন কেরলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল স্থানীয় প্রশাসন। এরনাকুলাম ও লুডুক্কিতে লাল সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে কমলা সতর্কতা জারি হয়েছে তিরুবন্তপুরম-সহ বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির পাশপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে আবহ দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Summer, #heat waves

আরো দেখুন