গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৫ জন, আক্রান্ত ৪০
আগেরদিনের পরিসংখ্যান খানিকটা আতঙ্ক বাড়িয়েছিল রাজ্যবাসীর। গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমল সংক্রমণ। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। যা সামান্য হলেও স্বস্তির খবর। মৃত্যুর সংখ্যা শূন্য।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৮৬০। তবে ধারা বজায় রেখে রবিবারও বাংলায় করোনা আক্রান্ত কেউই প্রাণ হারাননি। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থতা বেড়েছে কিছুটা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৫ জন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৭ হাজার ২৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।
২০২০ সাল থেকে করোনার দাপটে ত্রস্ত দেশ। ব্যতিক্রম নয় বাংলাও। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ন্ত্রণে রোগীকে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কারও সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দিতেন চিকিৎসকেরা। সেই মতো এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। একদিনে ৮ হাজার ৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫১ লক্ষ ৭৩ হাজার ০৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ।
ভাইরাস মোকাবিলায় টিকাকরণেও বিশেষ জোর দেওয়া হয়েছে। একদিনে ৬৬ হাজার ৩২২টি ডোজ দেওয়া হয়েছে। প্রিকশন ডোজও চলছে জোরকদমে। রাজ্যে মোট ২৬ লক্ষ ৯৩ হাজার ৭২৮ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞতা। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।