টেলি সিনে অ্যাওয়ার্ডে গুমনামির জয়জয়কার, বাকি পুরস্কার জিতল কারা?

১৪ মে শনিবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২-এর।

May 16, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

১৪ মে শনিবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২-এর। গত বছর করোনার জন্য এই আয়োজন করে ওঠা সম্ভবপর হয়নি। ভারত ও বাংলাদেশের বিনোদন জগতের নামজাদা মুখেদের নিয়ে করা হয়েছিল এবারের আয়োজন।

টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২ এর মঞ্চে সনামধন্যা গায়িকা উষা উত্থুপ

বেস্ট প্লেব্যাক সিঙ্গারের সম্মান পেয়েছেন অনুপম রায় ‘কণ্ঠ’ ছবির ‘আলোতে আলোতে ঢাকা’ গানটির জন্য।

টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০২২ পুরস্কার হাতে গায়ক অনুপম রায়

সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তাসনিম আনিকা। ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’ গানটির জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয় এই সম্মান।

টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০২২ এ পরিচালক রাজ্ চক্রবর্তীর সঙ্গে বাংলাদেশের শিল্পীরা

সৃজিতের ছবি ‘গুমনামি’ ঝুলিতে পুরেছে ৩টি পুরস্কার। সেরা ছবি, সেরা অভিনেতা (পপুলার), সেরা পরিচালক (জুরি)। পরিচালক অ্যাওয়ার্ড হাতে পাওয়ার সেই মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়, যাতে কমেন্টে প্রসেনজিৎ লেখেন, ‘তুমি আমার উপর যে ভরসা করেছিলেন তার জন্য চিয়ার্স আর ছবির গোটা টিমকে ধন্যবাদ।’

টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানে পুরস্কার হাতে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি

‘চিনি’র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন অপরাজিতা আঢ্য।

টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানে পুরস্কার হাতে অভিনেত্রী অপরাজিতা আঢ্য
টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অন্যান্য কলাকুশলীরা
টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০২২ মঞ্চে অভিনেত্রী এনা সাহা ও শিলাদিত্য মৌলিক
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি