টেলি সিনে অ্যাওয়ার্ডে গুমনামির জয়জয়কার, বাকি পুরস্কার জিতল কারা?
১৪ মে শনিবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২-এর।

১৪ মে শনিবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল টেলি সিনে অ্যাওয়ার্ড ২০২২-এর। গত বছর করোনার জন্য এই আয়োজন করে ওঠা সম্ভবপর হয়নি। ভারত ও বাংলাদেশের বিনোদন জগতের নামজাদা মুখেদের নিয়ে করা হয়েছিল এবারের আয়োজন।

বেস্ট প্লেব্যাক সিঙ্গারের সম্মান পেয়েছেন অনুপম রায় ‘কণ্ঠ’ ছবির ‘আলোতে আলোতে ঢাকা’ গানটির জন্য।

সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তাসনিম আনিকা। ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’ গানটির জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয় এই সম্মান।

সৃজিতের ছবি ‘গুমনামি’ ঝুলিতে পুরেছে ৩টি পুরস্কার। সেরা ছবি, সেরা অভিনেতা (পপুলার), সেরা পরিচালক (জুরি)। পরিচালক অ্যাওয়ার্ড হাতে পাওয়ার সেই মুহূর্ত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়, যাতে কমেন্টে প্রসেনজিৎ লেখেন, ‘তুমি আমার উপর যে ভরসা করেছিলেন তার জন্য চিয়ার্স আর ছবির গোটা টিমকে ধন্যবাদ।’

‘চিনি’র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন অপরাজিতা আঢ্য।


