ঘরে বসেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন, কেওয়াইসি ও বায়োমেট্রিক লাগবে না
করোনা পরিস্থিতে এখন ঘরে বসেই সহজে খুলতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ইনস্টা অ্যাকাউন্ট নামে এই নতুন পরিষেবা দিচ্ছে। এখন আপনি ঘরে বসেই প্যান ও আধার নম্বর দিয়ে মোবাইল ফোনেই চটজলদি খুলে নিতে পারেন একটি সেভিংস অ্যাকাউন্ট। এক বছরের মধ্যে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসির নথি দিয়ে এলেই হল।
এই চটজলদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য নতুন অ্যাপ এনেছে ব্যাঙ্কগুলি। যেমন, এইচডিএফসি ব্যাঙ্ক এনেছে ইনস্টা অ্যাকাউন্ট অ্যাপ। এসবিআই ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাপ এনেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
কন্ট্যাক্টলেস ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার লক্ষ্যে এর থেকে কয়েক ধাপ এগিয়ে মে মাসে ভিডিয়ো কেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের যাতে বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্কের শাখায় না যেতে হয়, সে জন্য ভিডিয়ো কেওয়াইসি প্রক্রিয়া শুরু করে ব্যাঙ্কটি।
শুধু তাই নয়, গ্রাহকরা অন্যত্র বিনিয়োগ করা অর্থ তাদের ব্যাঙ্কে রেখে ৭ শতাংশ হারে সুদ পাওয়ার সুযোগ নিতে পারেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাঙ্কটি।
গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া সহজ করতে ‘আইসিআইসিআই স্ট্যাক’ নামের একটি অ্যাপ এনেছে বেসরকারি আইসিআইসিআই ব্যাঙ্ক। ওই অ্যাপের মাধ্যমে ৫০০-র বেশী ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন গ্রাহকরা।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা পাওয়ার পর ভিডিয়ো কেওয়াইসি ব্যবস্থা কার্যকর করতে তৎপর হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। শীঘ্রই নতুন ব্যবস্থা শুরু করা হবে। গ্রাহক সুবিধার্থে এ ধরনের অ্যাপ আনতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা।
অ্যাপে মোবাইল নাম্বার রেজিস্ট্রার করার পর তাতে আসা ওটিপি দিয়ে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করা যাবে। অ্যাকাউন্ট খোলার সময় আধার নির্ভর কেওয়াইসি অ্যাপ মারফত জমা দিতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহক। এছাড়া, নিজস্বী তুলে তা আপলোড করতে হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী, ওই অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশী ঢুকলে তা ফ্রিজ করে দেওয়া হবে বা তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে দ্রুত ব্যাঙ্কের শাখায় হাজির হয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে।
এইচডিএফসি ব্যাঙ্কের এক আধিকারিকের কথায়, ‘নতুন ব্যবস্থা শুরুর পর দারুণ সাফল্য পাওয়া গিয়েছে। লকডাউন চলাকালীন ৪০ দিনের মধ্যে এই অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন প্রায় ৩ লক্ষ গ্রাহক। আর পাঁচটা গ্রাহকের মতো কার্ডলেশ উইথড্রয়াল থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং, যাবতীয় সুবিধা পাবেন ইনস্টা অ্যাকাউন্ট গ্রাহকরাও।’
ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের ইয়োনো অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। গ্রাহকদের রুপে এটিএম-কাম-ডেবিট কার্ড ইস্যু করবে এসবিআই। নমিনেশন পরিষেবা, এসএমএস অ্যালার্ট এবং ক্যুইক মিসড কল পরিষেবাও পাওয়া যাবে।