বিনোদন বিভাগে ফিরে যান

সব্যসাচীর শাড়িতে কান মাতাচ্ছেন দীপিকা, দেখেছেন তাঁর রেট্রো লুক?

May 18, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Tollywood.net

ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কেরিয়ারে প্রাপ্তির ঝুলিতে নতুন সংযোজন হয়েছে সম্প্রতি।

২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু চলতি বছরে, তিনি স্রেফ অতিথি নন, উৎসবের জুরি বিভাগের অন্যতম সদস্য তিনি। উৎসব শুরুর দিন দুই আগেই ফ্রান্সের রিভেরা শহরে পৌঁছে গেছেন দীপিকা। কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দীপিকার সাজের দিকে এই মুহূর্তে নজর রয়েছে সকল ভারতীয় ফ্যাশন উৎসাহীদের। এখনও পর্যন্ত তিনটি ভিন্ন ভিন্ন সাজে ধরা দিয়েছেন বলিউডের ‘মাস্তানি’। যে সাজ দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। 

কান চলচ্চিত্র উৎসবের প্রথমদিনে রেড কার্পেটে শাড়ি পরে হেঁটেছেন দীপিকা। বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জির কালো-সোনালি ডোরাকাটা শাড়িতে সেজেছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে মানানসই সাজে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শাড়ির সঙ্গে রেট্রো লুকে দীপিকার মনোমুগ্ধকর রূপ নজর কেড়েছে সকলেরই। শাড়ির সঙ্গে পরেছিলেন কালো রঙের ব্রালেট। সঙ্গে বান হেয়ার স্টাইল। দীপিকার আই মেকআপেও রয়েছে নতুনত্ব। এবার স্মোকি আই মেকআপ নয়, বরং চোখের উপর মোটা করে লাইনার পরা। সব্যসাচীর ডিজাইন করা হেয়ার ব্যান্ড। দামী পাথরের ভারী কানের দুল। খাঁটি ভারতীয় সাজে রেড কার্পেটে ধরা দিয়েছেন দীপিকা। যা প্রশংসা কুড়িয়েছে সকলের। 

উৎসবের প্রাককালে রেবেকা হল, ভিনসেন্ট লিন্ডন, জেসমিন ট্রিনকা, আসগর ফারহাদি, লাদি লি, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রিয়ারের সঙ্গে নৈশভোজে লুই ভিতোঁর পোশাকে সেজেছিলেন তিনি। কান চলচ্চিত্র উৎসবের শুরুর দিন সকালে সব্যসাচীর ডিজাইন করা মাইসোর সিল্কের শার্ট সঙ্গে সবুজ রঙের ট্রাউজারে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে হিরে, পান্নার ভারী নেকলেস পরেছিলেন তিনি। যে সাজের থেকেও চোখ ফেরাতে পারেননি কেউ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Deepika Padukone, #cannes international film festival, #retro look

আরো দেখুন