জল্পনা উস্কে ইউরোপে বসেই এবার ফেসবুকে ইঙ্গিতবাহক পোস্ট অর্জুনের

ইস্যু ছিল পাটশ্রমিকদের দুর্দশা, আর সেখান থেকেই শুরু হয় বিজেপি সাংসদ অর্জুন সিংহের ‘বেসুরো’ হওয়া।

May 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইস্যু ছিল পাটশ্রমিকদের দুর্দশা, আর সেখান থেকেই শুরু হয় বিজেপি সাংসদ অর্জুন সিংহের ‘বেসুরো’ হওয়া। যত দিন এগোয়, তাঁর একাধিক মন্তব্যে গেরুয়া শিবিরের প্রতি আক্ষেপ ফুটে ওঠে। দিল্লিতে বিজেপি সভাপতি নাদ্দার সঙ্গে বৈঠক বিশেষ ফলপ্রসারী হয়নি বলেই জল্পনা সংবাদ মাধ্যমে। উঠছে সেই প্রশ্ন। আচমকাই জার্মানি চলে গিয়েছেন তিনি এবং তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি নাকি ফোন ধরছেন বলে জানা গিয়েছে।

এরই প্রেক্ষিতে শুরু হল বুধবার সদ্য জার্মানিতে যাওয়া অর্জুনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা। বুধবারের এই পোস্টের লেখা হয়েছে, “सागर की अपनी क्षमता है, पर माँझी भी कब थकता है?” যার বাংলা মানে করলে দাঁড়ায়, ‘সমুদ্রের নিজের শক্তি আছে, কিন্তু, মাঝিও কি ক্লান্ত হয়?’

এই ফেসবুক পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি এই উপমার মাধ্যমে অর্জুন নিজের আর তার দলের তুলনা করেছেন, বোঝার চেষ্টা করছেন মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen