২১০-এর পাহাড় ডিঙোতে পারলো না কেকেআর, লখনৌর কাছে ২ রানে হারে প্লে অফের স্বপ্ন শেষ

আজ আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে রেকর্ড করলেন কে এল রাহুল এবং কুইন্টন ডি’কক, তুললেন ২১০ রান।

May 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রিঙ্কু সিংহের ১৫ বলে ৪০আর সুনীল নারাইনের ৭ বলে ২১ রানের দৌলতে জয়ের দোরগোড়ায় এসে গেছিল নাইট রাইডার্সরা। কিন্তু লিউইসের অনবদ্য ক্যাচে ফিরে গেলেন রিঙ্কু, আর ম্যাচ পকেটে পুরল লখনৌ।

আজ আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে রেকর্ড করলেন কে এল রাহুল এবং কুইন্টন ডি’কক, তুললেন ২১০ রান। ৫৯ বলে শতরান করেন ডি’কক, শেষমেশ করেন অপরাজিত ১৪০ রান, রাহুল অপরাজিত থাকেন ৬৮ রানে।

রান তাড়া করতে নেমে শূন্য রানে ফিরে যান বেঙ্কটেশ আয়ার। অন্য ওপেনার অভিজিৎ তোমরের অভিষেক ম্যাচে তিনি করলেন মাত্র চার রান। এর পর ২২ বলে ৪২ রান করে আউট হন নীতীশ রানা। শ্রেয়স আয়ার ২৯ বলে ৫০ রান করে আউট হয়ে যান। তারপরে হাল ধরেন রিঙ্কু আর সুনীল। কিন্তু শেষ রুক্ষ হলো না. প্লে অফে আর দেখা যাবে না নাইটদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen