রাজ্য বিভাগে ফিরে যান

তৃতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে পরেশ অধিকারী

May 21, 2022 | < 1 min read

আজ আবার জেরা, তাই এই নিয়ে তৃতীয়বার নিজাম প্যালেসের সিবিআই অফিসে পৌঁছলেন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শনিবার সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। সঙ্গে নিয়ে গেছেন একটি ফাইল যাতে গুরুত্বপূর্ণ নথি রয়েছে। সূত্রের খবর, মন্ত্রীর মেয়ে অঙ্কিতা কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন, সেই সব ঘটনা জানতেই আবার পরেশ অধিকারীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পরেশ অধিকারী গত বৃহস্পতিবার প্রথমবারের জন্য সিবিআই আধিকারিকদের মুখোমুখি হন। সেদিন তাঁকে প্রায় তিন ঘণ্টা জেরা করেন আধিকারিকরা। শুক্রবারও নিজাম প্যালেসে যান তিনি। শুক্রবার প্রায় দশ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI Investigation, #CBI, #Paresh Adhikari

আরো দেখুন