আবার ঘর-ওয়াপসি? তৃণমূলে ফিরছেন অর্জুন সিংহ?

রাজ্য রাজনীতির যাবতীয় জল্পনা এখন বারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে ঘিরেই আবর্তিত হচ্ছে

May 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য রাজনীতির যাবতীয় জল্পনা এখন বারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ যাবৎ তিনি বেসুরো। একদিকে পাটশিল্প প্রসঙ্গে তিনি বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছেন, আর অন্যদিকে ততই জোরালো হচ্ছে তার ঘরে ফেরার সম্ভাবনা।

তবে কি আবারও ফুলবদল দেখবে বাংলা? মরিয়া কেন্দ্রীয় বিজেপি চেষ্টার ত্রুটি রাখছে না। অর্জুনকে তুষ্ট করতে নাড্ডা থেকে পীযুষ গোয়েল, সকলেই ঝাঁপিয়েছেন। পিছু হঠে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমাও প্রত্যাহার করেছে বিজেপি সরকার। অর্জুনের মানভঞ্জন হয়নি!

কদিন আগেই অর্জুন তার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে লিখেছিলেন, ‘সমুদ্রের নিজস্ব শক্তি থাকে। কিন্তু, মাঝিও কি ক্লান্ত হয়?’ অর্থাৎ বিদ্রোহ জারি রইল। শনিবার ২১ মে লিখলেন আরও এক ইঙ্গিতপূর্ণ লেখা, সেখানেও সমুদ্র। ‘আমি শুনেছি সমুদ্র নাকি আজ নিজেকে নিয়ে গর্ব করে। যেদিকে ঝড় এসেছে সেদিকেই নৌকা নিয়ে চলো।’

তবে কি তার ঘরে ফেরা অবিসম্ভাবি? নিজের চেনা পরিসরেই ভিড়বে অর্জুন সিংহের নৌকা? উত্তরের দিকে তাকিয়ে বঙ্গ রাজনীতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen