অর্জুন ঘরে ফিরতেই শ্যামনগরে সভা অভিষেকের, ৩০ মে তৃণমূলে যোগ দিতে পারেন পবন
ঘরের ছেলে ঘরে ফিরল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিজেপি থেকে ফুলবদল করে তৃণমূলে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তাঁর হাত থেকেই তুলে নেন দলীয় পতাকা।
অর্জুন সিংহ তৃণমূলে যোগ দিতেই এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সভা করতে উদ্যোগী অভিষেক। সেই সভায় থাকবেন অর্জুনও। আগামী ৩০ মে শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিলের মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভাতেই অর্জুন তনয় পবন সিংহ তৃণমূলে যোগ দিতে পারেন।
২০১৯ সাল অর্জুন বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। তাঁর ছেড়ে যাওয়া আসনে বিজেপি প্রার্থী করে তাঁরই পুত্র পবনকে। আজ অর্জুন তৃণমূলে ফেরাতে আবার জল্পনা শুরু হয়েছে পবনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। সূত্রের খবর, আগামী ৩০ মে অভিষেকের সভাতেই তিনি জোড়াফুল শিবিরে যোগ দেবেন।