রাজ্য বিভাগে ফিরে যান

নবান্নের বৈঠকে গেলেন না শুভেন্দু! নেপথ্যে রাজ্যপাল? শুরু জল্পনা

May 23, 2022 | < 1 min read

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগ নিয়ে শাসক শিবিরের অনেকেই অভিযোগের আঙুল তুলেছে। সেই আগুনে আবার ঘি ঢালার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সোমবার নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের কথা ছিল বিরোধী দলনেতার। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, লোকায়ুক্ত ও রাজ্যে তথ্য কমিশনারের মত কিছু পদ ফাঁকা পরে আছে। সেই পদে.নিয়োগের জন্য আজ ছিল বৈঠকে। রাজ্যের বিরোধী দলনেতা সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন সেই বৈঠকে তিনি যাবেন না।

ঠিক কী কারণে গেলেন না শুভেন্দু? দুটি টুইটে তিনি লিখেছেন, রাজ্য সরকার নাকি দস্তাবেজ না পাঠিয়ে অসহযোগিতা করেছে এবং, রাজ্যপালের নির্দেশ মানা হয়নি, এই কারণেই তিনি যাচ্ছেন না।

যে পদগুলিতে নিয়োগ হচ্ছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো ফাঁকা থাকার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। তাই, রাজনীতির অলিন্দে জল্পনা চালু হয়েছে যে রাজ্যপালের পরামর্শেই নাকি এই বৈঠকে গেলেন না শুভেন্দু। রাজ্য সরকারকে অসুবিধায় ফেলতে তুচ্ছ কারণ দেখিয়ে সোমবার বৈঠকে যাননি বিরোধী দলনেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Governor Jagdeep Dhankhar, #West Bengal, #Governor of WestBengal, #Nabanna, #bjp, #suvendu adhikari

আরো দেখুন