আতঙ্কের নাম Monkey Pox, এই দেশগুলি থেকে ফিরলেই isolation

তামিল নাড়ুর স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে।

May 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: EuroNews

মাত্র ১০ দিনে সাতগুণ বেড়েছে Monkey Pox এর সংক্রমণ। গত ১৩ মে থেকে এখনও পর্যন্ত ১২টি দেশে ৯২ জন মানুষে এই রোগের লক্ষণ দেখা গিয়েছে। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের নয়টি দেশে এই রোগ শনাক্ত হয়েছে। এই আতঙ্কের পরিবেশে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্কবার্তা জারি করেছে। আর এই রোগের সাথে লড়তে কোমর বাঁধছে ভারতও।

তামিল নাড়ুর স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, যে দেশগুলিতে Monkey Pox শনাক্ত হয়েছে, সেখান থেকে ভারতে এলেই যেতে হবে নিভৃতবাসে। রাজ্যের জেলাশাসকের কড়া নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব। এছাড়া, সাধারণ মানুষকেও বলা হয়েছে, সামান্য কোনও উপসর্গ দেখা দিলেই isolation এ যেতে।

প্রসঙ্গত, এই রোগ সম্পর্কে WHO জানিয়েছে, নন-এনডেমিক দেশগুলিতে নজরদারি বাড়ানো হলে মাঙ্কিপক্সের আরও কেস শনাক্ত হবে। যে সকল ব্যক্তি সবচেয়ে বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন, তাঁদের সঠিক তথ্য দিয়ে জানানোর উপর তাৎক্ষণিক ভাবে নজর দিতে হবে। এই সংক্রামণ যাতে আরও না ছড়িয়ে পড়ে, তা বন্ধ করতে হবে।

মূলত পুরুষরাই ই রোগের শিকার হচ্ছেন। স্বস্তির খবর, এই রোগের জেরে এখনও কোনও মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen