বাংলাই মহিলাদের কর্মসংস্থানে দেশের সেরা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
আবার দেশের সেরা হল বাংলা, এবার মহিলা কর্মসংস্থানে। খোদ কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্টের গত পাঁচ বছরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গই মহিলা কর্মসংস্থানে দেশের মধ্যে সবার আগে আছে।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্টে দেখা গেছে ২০২২ এ জানুয়ারি থেকে এপ্রিল, এই সময়ে বাংলায় ৪৩.৭১ লক্ষ মহিলা কর্মসংস্থান পেয়েছেন। পাশাপাশি, ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিলের কর্মসংস্থান পেয়েছিলেন ৩৩.৬২লক্ষ মহিলা। প্রায় ১০.০৯ লক্ষ বেশি মহিলা গত পাঁচ বছরে কর্মসংস্থান পেয়েছেন।
রিপোর্ট বলছে, ২০২২ এর জানুয়ারি থেকে এপ্রিলে রাজ্যে মহিলাদের যা কর্মসংস্থান হয়েছে, তা গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের থেকেও বেশি। গত পাঁচ বছরের নিরিখে এবং গত এক বছরের হিসাবে, দু ভাবেই মহিলা কর্মসংস্থানের প্রায় সবকটি বিভাগে অর্থনীতির মাপকাঠিতে শীর্ষে বাংলাই।
কেন্দ্রের এই রিপোর্ট বলছে মহিলা কর্মসংস্থানে গুজরাতকেও টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ। গত পাঁচ বছরে বাংলায় যেখানে প্রায় ১০.০৯ লক্ষ মহিলাদের কর্মসংস্থান বেড়েছে, গুজরাতে তা বেড়েছে ৮.৬৭ লক্ষ। এই পরিসংখ্যানে তেলেঙ্গানা রয়েছে তিন নম্বরে । সে রাজ্যে পাঁচ বছরে মহিলাদের কর্মসংস্থান বেড়েছে ২.০২ লক্ষ।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট অনুযায়ী রাজ্যে মহিলাদের কর্মসংস্থান বেড়ে যাওয়ার পাশাপাশি রোজগারও বেড়েছে তাদের।