রোনাল্ডো দেখেন বাংলা সিরিয়াল! গাঁটছড়ার ফ্যান কিংবদন্তি ফুটবলার?
গাঁটছড়া। বাংলা টেলিভিশন সিরিয়াল যারা দেখেন, তাদের কাছে অতি পরিচিত নাম।

গাঁটছড়া। বাংলা টেলিভিশন সিরিয়াল যারা দেখেন, তাদের কাছে অতি পরিচিত নাম। টিআরপি তালিকায় চিরকালই শীর্ষেই থেকেছে এই মেগা ধারাবাহিক। বাংলার ঘরে ঘরে মা, কাকিমা, মাসিমা, দিদিরা ফ্যান স্টার জলসার এই ধারাবাহিকের। কিন্তু আপনি কি জানতেন, বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডোও ভালোবাসেন এই সিরিয়াল দেখতে?
স্টার জলসায় ‘গাঁটছড়া’ (Gantchora) সিরিয়াল দেখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তাঁর খুব ভালও লাগে এই ধারাবাহিকটি। এমনটাই দাবি করেছেন ধারাবাহিকের অন্যতম চরিত্র রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। এমনকি প্রমাণস্বরূপ ফুটবল তারকা রোনাল্ডোর সঙ্গে ভিডিও কলও করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করেছেন অনিন্দ্য। আর নিমেষেই তা ভাইরাল হয়। দেখুন