রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ ভঙ্গে সায় নেই দিলীপের, ফের প্রকাশ্যে বিজেপির অন্দরের মতানৈক্য

May 25, 2022 | < 1 min read

বাংলা ভাগের প্রয়োজন নেই। এমনটাই মনে করেন খড়্গপুরের সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি দ্যার্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ‘আমরা মোটেই বাংলা ভাগ চাই না। এটা বিজেপির লক্ষ্য নয়। তাই যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, তাঁদের সঙ্গে একমত নই। রাজ্যের কোনও কোনও জেলায় উন্নয়নের অভাব রয়েছে ঠিকই, কিন্তু তাই বলে পশ্চিমবঙ্গকে টুকরো করার কোনও টার্গেট বিজেপির নেই।’

দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই আবার প্রকট হল বিজেপির অন্দরের অন্তর্দ্বন্দ্বের ছবি। কিছুদিন আগেই পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলাকে নিয়ে আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবি জানান সাংসদ সৌমিত্র খাঁ। কার্যত এই দাবিকেই উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। এর আগে উত্তরবঙ্গের বেশ কিছু সাংসদ-বিধায়কও আলাদা উত্তরবঙ্গের দাবি জানিয়েছিলেন। তাদের কার্যত তোপ দেগে দিলীপ বললেন, ‘অনেকে বিজেপিতে নতুন এসেছেন, তাই তাঁরা দলের নীতি ঠিকমতো জানেন না। আবোলতাবোল বকেন।’

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলা ভাগ নিয়ে বিজেপির ঘোষিত অবস্থান কী? একেক সময়ে একেক নেতা একেকরকম মন্তব্য করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দল সেই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এমনটাই প্রশ্ন রাজনৈতিক মহলের। এর পেছনেও কী আদি-নব্য দ্বন্দ্ব রয়েছে? কী বললেন দিলীপ ঘোষ?

প্রাক্তন রাজ্য সভাপতির মতে, ‘দলে যাঁরা পুরনো, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের ঠিকমতো গুরুত্বই দিচ্ছে না। সদ্য যাঁরা দল বদল করে এসেছেন, তাঁদের গুরুত্ব দিচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতেই পারছে না যে বা যাঁরা এসেছেন, তাঁরা বিজেপিকে ভালোবেসে আসেননি। ক্ষমতার সঙ্গে জুড়ে থাকার লোভেই দল বদল করেছিলেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #dilip ghosh, #bengal politics

আরো দেখুন