বিনোদন বিভাগে ফিরে যান

মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার শেষ আট ছবি, অভিনেত্রীর বলিকেরিয়ার কি ভেন্টিলেশনে?

May 25, 2022 | < 1 min read

কঙ্গনা রানাওয়াত, ছবি সৌঃ কঙ্গনা/ ইনস্টাগ্রাম

পরপর আটটি ছবি ফ্লপ, জোটেনি বক্স অফিস সাফল্য! তবে কি কঙ্গনা রানাওয়াতের অভিনয় কেরিয়ার ভেন্টিলেশনে?

I Love NY

সানি দেওলের সঙ্গে I Love NY ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্গনা। ছবিটি বক্স অফিসে দাঁড়াতেই পারেনি।

Katti Batti

২০১৫-তে আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে Katti Batti ছবিটি করেন কঙ্গনা। মুখথুবড়ে পড়ে ছবিটি।

Rangoon

২০১৭ সালে বিশাল ভরদ্বাজের ছবি Rangoon-এ কাজ করেন কঙ্গনা। সেটিও দাগ কাঁটতে ব্যর্থ।

Simran

২০১৭ সালে Simran ছবিতে হাজির হন কঙ্গনা, কিন্তু সেবারেও অধরা সাফল্য।

Manikarnika: The Queen of Jhansi

লক্ষ্মীবাঈয়ের জীবনকে উপজীব্য তৈরি হওয়া এই ছবিতে নাম ভূমিকায় ছিলেন কঙ্গনা। কিন্তু ডাহা ফেল করে ছবিটি। সিনেমার নির্মাণের খরচ পর্যন্ত ঘরে তুলতে পারেননি প্রযোজক।

Judgementall Hai Kya

২০১৯ সালে মুক্তি পায় Judgementall Hai Kya, কঙ্গনা অভিনীত ছবিটি দেখতে যাননি দর্শকেরা।

Panga

চূড়ান্ত ফ্লপ হয় ছবি। কঙ্গনার ফ্লপ তালিকার শীর্ষে থাকবে Panga ছবিটি।

Dhaakad

কঙ্গোনাকে সর্বশেষ দেখা গিয়েছে dhaakad ছবি। এই ছবি থেকেও মুখ ফিরিয়েছেন দর্শক।

TwitterFacebookWhatsAppEmailShare

#box office, #Kangana Ranaut, #Movies

আরো দেখুন