খেলা বিভাগে ফিরে যান

পতিদার-হ্যাজেলউডের দ্বৈরথে লখনৌ বধ, ১৪ রানে এলিমিনেটর জিতল বেঙ্গালুরু

May 26, 2022 | < 1 min read

শেষরক্ষা হল না কে এল রাহুলদের। ভরা ইডেন গার্ডেনসের হিরো হয়ে গেলেন আরসিবির রজত পতিদার এবং তার অসাধারণ সেঞ্চুরি। ১৪ রানে হেরে গেল লখনৌ।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে লখনৌ। মাত্র ৬ রান করে আউট হয়ে যান কুইন্টন ডি’কক। তারপর লখনৌয়ের ইনিংসের হাল ধরেন অধিনায়ক কে এল রাহুল এবং দীপক হুদা। ৪৩ বলে ২৮ বলে অর্ধশত রান পূর্ণ করেন রাহুল। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানের মাথায় আউট হয়ে যান তিনি।

এলিমিনিটরের প্রথম ইনিংসে ২০৭/৪ রান তোলে রয়াল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। বুধবার সন্ধ্যার হালকা ঝড় কাটিয়ে ম্যাচ শুরু হতেই ঝটকা খায় আরসিবি। শূন্য রানে ফিরে যান ফ্যাফ দু’প্লেসি। ২৫ রান করে ফিরে যান কোহলি। এরপর ২৮ বলে অর্ধশত রান পূর্ণ করার পর ৪৯ বলে শতরান করেন রজত পতিদার। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। তাকে যোগ্য সঙ্গত দেন দীনেশ কার্তিক। তিনি অপরাজিত থাকেন ৩৭ রানে।

মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে জিতে গুজরাত টাইটান্স ইতিমধ্যেই আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। আজ, ইডেনে এলিমিনেটরের জয়ী দল আরও একধাপ এগিয়ে যাবে ফাইনালের পথে, এই অবস্থায় শুরু হয় বেঙ্গালুরু বনাম লখনৌয়ের ম্যাচ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lucknow super giants, #IPL, #Eden Gardens, #rcb

আরো দেখুন