জীবনশৈলী বিভাগে ফিরে যান

নাম মাত্র খরচে বাড়িতে বানান ল্যাম্পশেড 

June 28, 2020 | 2 min read

বিশেষজ্ঞরা বলেন সাজানো গোছানো পরিবেশে মন ভালো থাকে। ঘর সাজাতে আমরা সবাই-ই কম বেশি ভালোবাসি। কিন্তু পকেটের দিকে তাকিয়ে পিছপা হয়ে যাই। কিন্তু জানেনকি ঘরোয়া জিনিস দিয়েই আপনিই বানিয়ে নিতে পারেন সৌখিন ঘর সাজানোর সরঞ্জাম। 

ঘর সাজানোর বিষয়ে আলো একটা বড় ভূমিকা পালন করে। তাই ল্যাম্পশেড ঘর সাজানোর একটা গুরুত্বপূর্ণ উপাদান। দেখে নিন কিভাবে কম খরচে বাড়িতেই বানাবেন ল্যাম্পশেডঃ

নাম মাত্র খরচে বাড়িতে বানান ল্যাম্পশেড

কি কি লাগবে 

 পিচবোর্ড, সাদা বা কালো কাগজ, রঙিন কাপড়, আঠা, উলের সুতা, মোটা সূচ, এন্টিকাটার, কাঁচি, পেনসিল। 

কি ভাবে বানাবেন   

  • ১৫ইঞ্চি X ১০ইঞ্চি মাপের চার টুকরো পিচবোর্ড কেটে নিন। 
  • চারপাশে দেড় ইঞ্চি জায়গা রেখে ভেতর থেকে এন্টিকাটার দিয়ে কাগজ কেটে বের করে আনুন। 
  • এবার পিচবোর্ডের এই চারকোনা ফ্রেমগুলো সাদা বা কালো কাগজ ও আঠা দিয়ে মুড়িয়ে ফেলুন। 
  • ফ্রেমের ভেতরের ফাঁকা জায়গার মাপের চেয়ে একটু বড় করে রঙিন কাপড় কাটুন।
  • কাগজের আঠা শুকিয়ে গেলে ফ্রেমের ভেতর দিকে আঠা দিয়ে কাপড়ের টুকরো লাগান। চার ফ্রেমে চার রঙের কাপড় বা দুই রঙের কাপড় লাগাতে পারেন। জলছাপ প্রিন্টের কাপড়ও লাগাতে পারেন। 
  • কাপড় ফ্রেমের সাথে টান টান হয়ে যেন আটকায় সেদিকে লক্ষ্য রাখুন। 
  • আঠা ভালো ভাবে শুকিয়ে গেলে মোটা সুই দিয়ে পিচবোর্ড ফুটো করে ও উলের সুতা দিয়ে ফ্রেমগুলো আটকান। কাপড় আটকানো দিক যেন ভেতরে থাকে। 
  • আটকানোর পর এটা দেখতে চারকোনা লম্বাটে বক্সের মতো হবে। এটা এভাবেই রাখতে পারেন অথবা কাগজের টুকরা, শুকনো ফুল, চুমকি-পাথর দিয়ে অলংকৃত করতে পারেন। এবার ল্যাম্পশেডটি ল্যাম্পস্ট্যান্ডে রেখে বাতি জ্বালিয়ে দিন। 
  • রঙিন কাপড়ের ফলে রঙিন আলো আর আঁধারি ভরে যাবে আপনার রুমটি! 

ল্যাম্পশেড তৈরী করার সব উপকরণই পেয়ে যাবেন যে কোনো স্টেশনারি দোকানে। বাড়িতে থাকা অব্যবহৃত কাপড় ল্যাম্পশেড তৈরীর কাজে লাগাতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Home Made, #lampshade

আরো দেখুন