২০ কোটি ভারতীয়ের রোজগার ৫ হাজারেরও কম, মন্দায় ডুবছে দেশ?
ক্রমশ ঘনিয়ে আসছে মন্দা, তীব্র থেকে তীব্রতর হচ্ছে বৈষম্য। মোদী আমলে দেশের অর্থনীতি ভেন্টিলেশনে! ১৫ শতাংশ দেশবাসীর আয় ৫ হাজার টাকারও কম।
অন্যদিকে, জাতীয় আয়ের ২২ শতাংশ দেশের মোট জনসংখ্যার ১ শতাংশের দখলে রয়েছে। কর্মসংস্থান তলানিতে, কমছে আয়, যার প্রভাব পড়ছে মানুষের জীবনে। ক্রমশ আর্থিক মন্দার অতলে ডুবছে দেশ।
দেশে যাদের রোজগার সবথেকে বেশি, তাদের হাতেই জাতীয় আয়ের ৫-৭ শতাংশ কুক্ষিগত রয়েছে। মানুষের হাতে কাজ নেই, সাধারণ মানুষের রোজগার ক্রমশ কমছে।
বিশ্বব্যাঙ্কের তালিকা অনুযায়ী, বেকারত্বের নিরিখে বিশ্বে প্রথম পাঁচে রয়েছে ভারত। ২০১৯-২০২০ সালে দেশে উপার্জন করা মানুষের মধ্যে ৪৫.৭৮ শতাংশ ছিলেন স্ব-নির্ভর পেশায় নিযুক্ত। বেতনভুকদের পরিমাণ ৩৩.৫ শতাংশ। ক্যাজুয়াল ওয়ার্কারদের পরিমাণ ছিল ২০.৭১ শতাংশ।
বিশ্ব বৈষম্য রিপোর্ট ২০২২ অনুযায়ী ভারতের আর্থিক অবস্থা খারাপ। ওই রিপোর্ট অনুযায়ী, আর্থিক রোজগারের ভিত্তিতে দেশের প্রথম সারির ১০ শতাংশের হাতে রয়েছে দেশের ৫৭ শতাংশ সম্পদ।
অন্যদিকে, দেশের তলানিতে থাকা ৫০ শতাংশ হাতে রয়েছে জাতীয় আয়ের মাত্র ১৩ শতাংশ। এছাড়া দেশের ১৫ শতাংশের আয় ৫০০০ টাকার কম। অর্থাৎ দেশের ২০ কোটি মানুষের ৫ হাজারের নীচে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে দেশ ক্রমশই আর্থিক অন্ধকারের নিম্মজিত হচ্ছে।