রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় বাংলায় বাড়ল করোনায় সুস্থতার হার, পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ

May 26, 2022 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪০ জন। শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ২৩১। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৭ জন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৬৬৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।

একদিনে ৮ হাজার ৩৪২ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৬১ হাজার ৫৬৫ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ২৮ লক্ষ ৩৫ হাজার ৮৬৫ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #Covid Update, #West Bengal

আরো দেখুন