দেশ বিভাগে ফিরে যান

ক্রমবর্ধমান দশের কোভিড গ্রাফ, আসছে চতুর্থ ঢেউ?

May 27, 2022 | < 1 min read

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সমানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৫ হাজার ৮১৪ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। সরকারি হিসেবে, দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৩৯ জন।

গতকাল পর্যন্ত দেশে ১৯২ কোটি ৯৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৮৪০ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid 19, #Corona Update, #covid 19 Awareness Campaign, #India Fights Corona

আরো দেখুন