আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

বিরল রোগে সদা হাস্যময়ী কন্যা, আহ্লাদিত নেট নাগরিকরা

May 28, 2022 | < 1 min read

আয়লা সামার মুচা ,ছবি সৌঃ ইনস্টাগ্রাম

‘বাইল্যাটেরাল মাইক্রোস্টোমিয়া ‘ কী আপনি জানেন? একটি বিরল রোগ, যাতে সবসময়ই মুখ হাসি হাসি দেখায়। অস্ট্রেলিয়ার আয়লা সামার মুচার এই বিরল রোগে আক্রান্ত। ছ মাসে এই শিশুকে নিয়েই এখন মেতে রয়েছেন নেট নাগরিকরা। তবে তার মা বাবা আপাতত মেয়েকে নিয়ে চিন্তিত এবং চিকিৎসকের পরামর্শ নিতে শুরু করেছেন।

গবেষকদের দাবি, এর আগে মাত্র ১৪ জনের মধ্যে এ ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। ‘ক্লেফ্ট প্যালেট-ক্র্যানিওফেসিয়াল জার্নাল’-এর ২০০৭ সালের একটি সমীক্ষায় এই দাবি করা হয়েছিল।

চিন্তিত আয়লার মা-বাবা ক্রিস্টিনা ভারচার এবং ব্লেজ মুচার। তাঁরা বলছেন, ক্রিস্টিনা অন্তঃসত্ত্বা থাকাকালীন কোনও পরীক্ষাতেই সে অসঙ্গতি ধরা পড়েনি। আমেরিকার একটি সংবাদমাধ্যমে ক্রিস্টিনা আরও বলেন, তাঁরা কখনও আগে এই অসঙ্গতি সম্পর্কে জানতেন না, এমন কাউকে কখনও ‘মিট ‘ পর্যন্ত করেননি। আপাতত ছ মাসের মেয়ের মুখগহ্বরের এই জটিল সমস্যার সমাধান খুঁজছেন ক্রিস্টিনা এবং ব্লেজ ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Australia, #permanent smile, #Social Media

আরো দেখুন