দেশ বিভাগে ফিরে যান

নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকল কেরলে, বাংলা ভিজবে কবে?

May 29, 2022 | < 1 min read

হাঁসফাঁস গরমে ত্রাহি ত্রাহি করছে গোটা দেশ। প্যাচপ্যাচে, ঘেমো আবহাওয়া থেকে মুক্তি পেতে চাইছে সকলেই। এর মাঝেই স্বস্তির খবর শোনালো কেরল। রবিবারই দক্ষিণ ভারতের এই রাজ্যে মৌসুমী বায়ু ঢুকেছে। মৌসম ভবন ঘোষণা করে জানিয়েছে নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই ভারতে ঢুকল বর্ষা।

সাধারণত ১ জুন ভারতে বর্ষা ঢোকার দিন বলে ধরা হয়। কিন্তু প্রত্যেক বছর নির্ধারিত দিনে বর্ষা ঢোকে না। বঙ্গোপসাগরের উপরে থাকা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বাতাসের ওপর নির্ভর করে পুরোটাই। গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে দু’বার। চার বছর প্রায় এক সপ্তাহ দেরি করেছে বর্ষা। আবার মে মাসেই বর্ষা চলে এসেছে ২০১৭ এবং ২০১৮ সালে।

স্বাভাবিকভাবেই সকলের মনে একটাই প্রশ্ন। বাংলায় বর্ষার আগমন হবে কবে? বাংলায় বর্ষা ঢোকে উত্তর হয়ে। দিক হয়ে ঢোকে। সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। তবে কেরলে তিন দিন আগে পৌঁছনোয়, উত্তরবঙ্গেও সময়ের আগে বর্ষা ঢুকতে পারে, এমনটাই আশা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #kerala, #Rain, #Heavy Rains, #rainfall

আরো দেখুন