এবারের আইপিএলে কমলা টুপি পেলেন কে? পার্পল ক্যাপ জুটল কার? দেখে নিন
রুদ্ধশ্বাস ফাইনালে রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল গুজরাত টাইটানস। আইপিএলে এটাই গুজরাতের প্রথম মরশুম। আর তাতেই বাজিমাত। কিন্তু গুজরাত ট্রফি জেতা ছাড়াও এবারের আইপিএলে সেরা হলেন কোন কোন খেলোয়াড়? কমলা টুপি পেলেন কে? পার্পল ক্যাপ জুটল কার? দেখে নিন:
ম্যাচের সুপার স্ট্রাইকার– ডেভিড মিলার (গুজরাট টাইটান্স)
গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
পাওয়ার প্লে অফ দ্য ম্যাচ– ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস)
ম্যাচের সবচেয়ে মূল্যবান সম্পদ– হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
ম্যাচের সেরা- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
আইপিএল ১৫-র ইমার্জিং প্লেয়ার– উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ)
মরশুমের সর্বোচ্চ ছক্কার মালিক- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের সুপার স্ট্রাইকার– দীনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
মরশুমের গেম চেঞ্জার– জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের পাওয়ার প্লে প্লেয়ার– জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের দ্রুততম ডেলিভারি– লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট)– যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)
কমলা টুপি (সর্বোচ্চ রান)- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মরশুমের সেরা ক্যাচ- এভিন লুইস (লখনউ সুপার জায়ান্টস)
মরশুমের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার– জস বাটলার (রাজস্থান রয়্যালস)