ইউপিএসসি পরীক্ষায় মেয়েদের জয়জয়কার, শীর্ষে বাংলার মেয়েও
সোমবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি পরীক্ষার ফল। এবছরের মেধাতালিকায় শীর্ষ চার স্থানই অধিকার করেছে মেয়েরা। ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল। এই বছর পরীক্ষায় পাশ করেছেন ৬৮৫ জন।
সাফল্যের নিরিখে এবছর ইউপিএসসি পরীক্ষায় পুরুষদের টেক্কা দিয়েছেন মেয়েরা। মেধা তালিকার প্রথমে রয়েছেন শ্রুতি শর্মা (Shruti Sharma)। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারীরা হলেন অঙ্কিতা আগরওয়াল, চণ্ডিগড়ের যামিনী শিংলা এবং ঐশ্বর্য বর্মা। পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন উৎকর্ষ দ্বিবেদী।
কলকাতার মেয়ে অঙ্কিতা আগরওয়াল। পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। অন্যদিকে বাড়িতে বসে একার চেষ্টায় সিভিল সার্ভিস পাস করলেন বাংলার বেতাইয়ের মেয়ে দিয়া গোলদার। করোনা কালে বাড়িতে বসে ইউপিএসসির প্রস্তুতি সেরেছিলেন তিনি। হাতেনাতে মিলল সাফল্যও।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে (JNU University)। কট্টর হিন্দুত্ববাদীরা দেশবিরোধীদের আখড়া বলে থাকেন। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ই বারবার দেশের নাম উজ্জ্বল করে। এবারের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শ্রুতি শর্মা জেএনইউরই প্রাক্তনী।