হাওয়ালা যোগের অভিযোগ, গ্রেপ্তার কেজরিওয়ালের মন্ত্রী সত্যেন্দ্র

হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ মিলেছিল সত্যেন্দ্রর বিরুদ্ধে।

May 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্য: The Quint

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) নেতা সত্যেন্দ্র জৈন। সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ মিলেছিল সত্যেন্দ্রর বিরুদ্ধে। তাই, এই বছরের গোড়ার দিকে তাঁর বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর স্ত্রী ইন্দু এবং কয়েক জন আত্মীয়ের নামে থাকা ৪ কোটি ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার গ্রেপ্তার খোদ মন্ত্রী মশাই।

এর আগে, দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআই সত্যেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। আম আদমি পার্টির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের বিজেপি সরকার মিথ্যা মামলায় জড়িয়েছে মন্ত্রীকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen