দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় সারা দেশে বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যা, পজিটিভিটি রেট

May 31, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: The Financial Express

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সমানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। বিশেষ করে উদ্বেগে রেখেছে মহারাষ্ট্রের কোভি পরিস্থিতি।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৩৩৮ জন। দেশের দৈনিক পজিটিভিটি রেট ০.৬৪ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। যার মধ্যে শুধু মুম্বইতেই সংক্রমিতের সংখ্যা তিনশো পার। তবে, বাংলায় করোনা পরিস্থিতি স্বস্তিজনক। একদিনে করোনা আক্রান্ত ২৭ জন।

গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। দেশজুড়ে বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮৮৩। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ১৫ হাজার ৫৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২,১৩৪ জন। গতকাল করোনা টিকা পেয়েছেন ১৩ লক্ষের বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid 19, #Covid Update, #India Fights Corona

আরো দেখুন