ট্রেনের ঘোষণার বদলে শোনানো হল মোদীর ভাষণ! ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

রেলের সবরকম ঘোষণা বন্ধ করে মাইকে শোনানো হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণ। রেলের এই কাণ্ডে যারপরনাই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

May 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুম্বইয়ের তিলকনগর রেল স্টেশনে আজ ঘটল এক অভূতপূর্ব ঘটনা। রেলের সবরকম ঘোষণা বন্ধ করে মাইকে শোনানো হচ্ছে প্রধানমন্ত্রীর ভাষণ। রেলের এই কাণ্ডে যারপরনাই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

মধ্য রেল সূত্রের খবর, নিয়মিত ঘোষণা রোজকার মতই চলছিল। তবু, রেল স্টেশনের মাইকে এইভাবে প্রধানমন্ত্রী ভাষণ শোনানোটা ভালো চোখে দেখছে না সাধারণ যাত্রীরা।

সূত্রের খবর, শুধু মুম্বই নয়, দেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনেও এই একই ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবেই জনমানসে এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে রেলের মত এক গুরুত্বপূর্ণ পরিবহণের ঘোষণার বদলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানো হল। এইভাবে ঘোষণা বন্ধ করে ভাষণ শোনানোর ঘটনায় রেল সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

মোদী জমানায় দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সাংবিধানিক সংগঠনের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। মানবাধিকার কমিশন থেকে নির্বাচন কমিশন – সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করছে না, এমনটা অভিযোগ করেছে বিরোধী দলগুলি। এবার রেলের এই পদক্ষেপে ঘৃতাহুতি হল এই বিতর্কে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন