দিলীপের মুখে তালা! মেদিনীপুরের সাংসদকে সতর্ক করল দিল্লির নেতৃত্ব
গরুর দুধে সোনা থেকে অমর্ত্য সেনকে অপমান, বার বার বিতর্কের শিরোনামে এসেছে বঙ্গবিজেপির সাংসদ তত প্রাক্তন বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এবার এই আরএসএসের প্রচারককে মুখে লাগাম লাগাল দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব। সংবাদ মাধ্যমের কাছে যাতে তিনি মুখ না খোলেন, তার জন্য তাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, এরকমই জানা যাচ্ছে।
২০২০ সালে ভারতে যখন করোনার ঢেউ আসতে চলেছে, তখন দিলীপ নিদান দিয়েছিলেন, ভারতবাসীদের কাছে দেবদেবীদের আশীর্বাদ আছে, সুতরাং করোনায় কিছুই হবে না। নরেন্দ্র মোদী যখন করোনার সতর্কবার্তা জারি করছেন, সেই সময়ে তাঁর এরকম বার্তা বিতর্কের সৃষ্টি করে।
এছাড়া, রাজনীতির অঙ্গনে বিজেপি নেতা এবং প্রাক্তন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে তার মনোমালিন্য সংবাদ মাধ্যমের প্রথম পাতায় চলে আসে। বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর কটুকথার পর বিজেপি ছাড়েন বাবুল। বাংলায় এক সাংসদকে হারায় বিজেপি।
বর্তমান বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের সম্বন্ধেও বারবার মুখর হন দিলীপ, বলেন সুকান্ত দল চালাতে অযোগ্য। এসবের পরই শাস্তি স্বরূপ যে দিলীপকে সতর্ক করা হল, সেটা বলাই বাহুল্য।
কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি এখনও হাতে পাননি বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ওই চিঠি হাতে পেলেই জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। দলের তরফে টুইট করে আজ বলা হয়েছে, বিজেপির অন্দরে সুখকর নয় পরিস্থিতি। বিজেপির তাসের ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে।