রাজ্য বিভাগে ফিরে যান

শিক্ষা ব্যবস্থার পর ‘Ease of Doing Business’-এ দেশের সেরা পশ্চিমবঙ্গ, পাচ্ছে স্কচ পুরস্কার

June 1, 2022 | < 1 min read

আবার রাজ্যের মুকুটে পালক। ২০২১এর স্কচ স্টেট্ গভর্ন্যান্স রিপোর্ট অনুযায়ী ‘Ease of Doing Business’-এ দেশের সেরা পশ্চিমবঙ্গ। আগামী ১৮ জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম। সেই অনুষ্ঠানেই রাজ্য পেতে চলেছে Star of Governance SKOCH Award in Ease of Doing Business।

অনেকগুলি কাজের জন্য মিলিতভাবে এই পুরস্কার পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় ১০০টি অনলাইন পরিষেবা চালু, প্রায় ৫০০টি ব্যবসা সম্পর্কিত সম্মতিকরণের নিয়মকানুন হ্রাস বা সরলীকরণ, দপ্তর অনুযায়ী ড্যাসবোর্ড সৃষ্টি ইত্যাদি কাজ করে হয়েছে রাজ্যে। তার জন্যই এই পুরস্কার।

সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত কদিন আগেই শিক্ষা ব্যবস্থায় স্কচের তরফ থেকে দেশের সেরার শিরোপা পায় রাজ্য। ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম-এর তরফে আগামী ১৮ জুন রাজ্যকে এই পুরস্কার দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#SKOCH Award, #Ease of Doing Business

আরো দেখুন