শিক্ষা নিয়ে অ্যাপ লঞ্চ করেছি, বিসিসিআই থেকে পদত্যাগের কথা বলিনি: সৌরভ

এই টুইটার পোস্টের পরেই দাবানলের মত জল্পনা ছড়ায়, সৌরভ বিসিসিআই থেকে পদত্যাগ করছেন।

June 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে টুইটারে লিখেছিলেন, ১৯৯২ থেকে ২০২২, ৩০ বছর দীর্ঘ পথ অতিক্রান্ত করেছেন তিনি। ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে। তাঁর পাশে থাকা সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আজ থেকেই তিনি নতুন কিছু শুরু করতে চলেছেন, যা অনেক মানুষকে সাহায্য করতে পারে।

এই টুইটার পোস্টের পরেই দাবানলের মত জল্পনা ছড়ায়, সৌরভ বিসিসিআই থেকে পদত্যাগ করছেন , সংবাদ মাধ্যম সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভবনা নিয়েও জল্পনার সৃষ্টি করে। এই পরিস্থিতিতে আসরে নামেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। তিনি জানান সভাপতির পদ ছাড়ছেন না মহারাজ।

পরে জানা যায়, সৌরভের পোস্টটির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, বরং এই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মহারাজের যুক্ত হয়ে কাজ করার টিজার। এরপর জল্পনার অবসান ঘটান সৌরভ নিজেই। সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষা নিয়ে অ্যাপ লঞ্চ করেছেন, সেটির সঙ্গে অবশ্য কোনও ইস্কুলের কোনও যোগাযোগ নেই। তিনি সাফ জানিয়েছেন, বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen