খেলা বিভাগে ফিরে যান

ইউরোপ সেরা ইতালিকে ৩-০ গোলে হারাল মেসির লাতিন আমেরিকা সেরা আর্জেন্তিনা

June 2, 2022 | < 1 min read

ছবি সৌ: AP Photo/Rui Vieira

ইউরোপের সেরা দল এবং লাতিন আমেরিকার সেরা দলের মধ্যে সেরাকে বাছতে এবছরই ফিনালিসিমা ট্রফি শুরু করেছে ফিফা। সেই সেরাদের লড়াইয়ে ইতালিকে হারিয়ে প্রথমবার বিশ্ব সেরা হল লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। মেসি নিজে গোল করতে পারলেন না কিন্তু করলেন। ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্তিনা কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সের ফাইনাল ম্যাচ জিতল ৩-০ গোলে।

ইটালির রক্ষণের স্তম্ভ বোনুচ্চি আর কিয়েলিনি গতিহীন। সেই সুযোগকেই কাজে লাগাল আর্জেন্তিনা। নীল-সাদা ব্রিগেডের হয়ে গোল করলেন লাউটারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি’মারিয়া এবং পাওলো ডিবালা। মেসি গোটা ম্যাচ মাঠ দাপিয়ে বেড়ালেন। তাঁর পাসেই গোল হল।

এই জয়ের ফলে নিজের কোপা আমেরিকার পর কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ট্রফিটি পেলেন মেসি। যদিও এখনও অধরা বিশ্বকাপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Argentina, #Italy, #Lionel Messi

আরো দেখুন