বুধবার নিজের করা টুইটের রহস্য খোলসা করতে ফের টুইট করলেন সৌরভ
বুধবার বিকেলে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা একটি টুইটকে ঘিরে হৈচৈ শুরু হয়ে যায়। দবানলের মতো জল্পনা ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়- সৌরভ পদত্যাগ করছেন বিসিসিআই থেকে, এবার তাঁর গন্তব্য রাজ্যসভা, ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে আসরে নামেন স্বয়ং বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। তিনি জানান, সভাপতির পদ ছাড়ছেন না মহারাজ।
পরে জানা যায়, সৌরভের পোস্টটির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, বরং এই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মহারাজের যুক্ত হয়ে কাজ করার টিজার। এরপর জল্পনার অবসান ঘটান সৌরভ নিজেই। সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষা নিয়ে অ্যাপ লঞ্চ করেছেন, সেটির সঙ্গে অবশ্য কোনও ইস্কুলের কোনও যোগাযোগ নেই। তিনি সাফ জানিয়েছেন, বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করছেন না।
বৃহস্পতিবার ফের একটি টুইট করে পুরো বিষয়টি খোলসা করেন সৌরভ। এদিনের টুইটে তিনি লেখেন, আমার নতুন উদ্যোগের বিষয়টি সকল শিক্ষার্থী, শিক্ষক ও প্রশিক্ষকদের সঙ্গে ভাগ করে নিতে চাই এবং তাঁদের অগ্রগতিকে তরান্বিত করার জন্য আমাকে সহায্য করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
সৌরভ টুইটারে আরও যা লিখেছেন, তার বাংলাটা অনেকটা এরকম- আমার গত পোস্টটি ঘিরে প্রচুর প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে। আমি ধন্যবাদ জানাই সেই সব মানুষদের যারা নিস্বার্থভাবে প্রতিদিন আমাদের সমাজ এবং ভারতকে শক্তিশালী করার কাজ করে চলেছেন।
আইপিএল অনেক ভাল ভাল খেলোয়াড় আমাদের উপহার দিয়েছে। কিন্তু সব থেকে বেশী আমাকে অনুপ্রনিত করেন প্রশিক্ষকরা, যাঁরা নিজেদের রক্ত, ঘাম ঝড়িয়ে ওই খেলোয়াড়দের সাফল্যের চূড়ায় পৌঁছতে সাহায্য করেন। এটা কেবলমাত্র ক্রিকেটের ক্ষেত্রেই নয়, শিক্ষাক্ষেত্র, সংগীত, ফুটবল প্রভৃতি সব ক্ষেত্রেই। আমি কৃতজ্ঞ আমার সকল প্রশিক্ষকদের কাছে যাঁরা আমাকে আজকের জায়গায় পৌঁছতে সাহায্য করেছেন।
এদিনের এই টুইটে সৌরভ জানিয়ে দিয়েছেন কোন নতুন অ্যাপের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। Classplus নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন মহারাজ।