রাজ্য বিভাগে ফিরে যান

এবার রাজ্যের সব কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইন, চালু হচ্ছে অভিন্ন পোর্টাল

June 3, 2022 | < 1 min read

রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অনলাইন ভর্তি প্রক্রিয়া হবে একটি অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। বৃহস্পতিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জয়েন্টের কাউন্সেলিংয়ের ধাঁচেই হবে এই প্রক্রিয়া।

আগামী জুলাই মাসেই চালু হয়ে যাবে এই পোর্টাল। নতুন পোর্টালে আবেদন প্রক্রিয়াটি বিনামূল্যে হবে। ভর্তির জন্যও একাধিক কলেজে টাকা দিতে হবে না। টাকা জমা পড়বে কেন্দ্রীয়ভাবে। সরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ডব্লুটিএলকে এই পোর্টালটির দায়িত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী এদিন জানিয়েছেন, একক বিশ্ববিদ্যালয়গুলি – অর্থাৎ যাদের অধীনে কোনও কলেজ নেই – এই পোর্টালের আওতায় আসছে না। যেমন যাদবপুর, রবীন্দ্রভারতী বা প্রেসিডেন্সি থাকছে না তালিকায়। এই বিশ্ববিদ্যালয়গুলি চাইলে ভর্তি পরীক্ষাও নিতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Online portal, #West Bengal, #College Admission, #Portal

আরো দেখুন