বিনোদন বিভাগে ফিরে যান

এক দশকের সম্পর্কে ভাঙন, পিকের সঙ্গত্যাগ করলেন শাকিরা

June 5, 2022 | < 1 min read

জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাকিরা। ছবি সৌজন্যে: Getty Images

এক দশকেরও বেশি সময় ধরে একসাথে আছেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হল না। ঘটে গেল অঘটন – সম্পর্কে ধরল ভাঙন। বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটির বিচ্ছেদ ঘটল। স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের (Gerard Pique) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জনপ্রিয় পপ তারকা শাকিরার (Shakira)।

বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে ২০১০ সাল থেকে লিভ-ইন সম্পর্কে ছিলেন জনপ্রিয় পপ গায়িকা কলম্বিয়ার শাকিরা। তাঁদের দুই সন্তানও রয়েছে। দু’জনই নিজ নিজ জগত সুপ্রতিষ্ঠিত তো বটেই, অত্যন্ত জনপ্রিয়। কিন্তু শোনা যাচ্ছে, সম্প্রতি তাঁরা আলাদা থাকছিলেন। মে মাসে দুই সন্তানকে নিয়ে শাকিরা নাকি একাই বেড়াতে গিয়েছিলেন।

আনুষ্ঠানিকভাবে দু’জনই বিবৃতি দিয়ে জানিয়েছেন, ”আমরা বিচ্ছেদ ঘোষণা করছি। সন্তানরা আমাদের কাছে সবচেয়ে আগে, তাদের মুখ চেয়ে এই সিদ্ধান্ত নিলাম। আমরা নিজেদের গোপনীয়তা বজায় রাখতে চাই। আশা করি, আপনারা সকলেই সঙ্গে আছেন।”

তারকাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই হতাশা ছড়িয়ে পড়েছে ভক্ত মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Divorce, #Shakira, #Gerard Pique

আরো দেখুন