তৃণমূলে বিজেপির চর রয়েছে! বিস্ফোরক দাবি সুকান্তর
সুকান্তবাবু আজ বলেন, ‘সব দলেই অন্যদলের লোক ঢোকানো থাকে। তৃণমূলেও আমাদের লোক রয়েছে। যারা আমাদের খবর দেয়।

শনিবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন বিজেপির অন্দরে তৃণমূলের চর রয়েছে। তারা নাকি দলের অভ্যন্তরীণ তথ্য তৃণমূলকে পাচার করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এই বিতর্কের মাঝেই আরেক বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তৃণমূলেও রয়েছে বিজেপির চর। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যের পালটা আক্রমণ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের বক্তব্য, বিজেপির সংগঠন ধসে গিয়েছে। অধিকাংশ বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দিতে চান। সেই কারণেই এই কথা বলছেন সুকান্তবাবু।
সুকান্তবাবু আজ বলেন, ‘সব দলেই অন্যদলের লোক ঢোকানো থাকে। তৃণমূলেও আমাদের লোক রয়েছে। যারা আমাদের খবর দেয়। জগন্নাথবাবু আমাদের সিনিয়র নেতা। ওনার সঙ্গে কথা বলব। ওনার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’