খেলা বিভাগে ফিরে যান

প্রতিপক্ষ ক্যাসপারকে গুড়িয়ে ফরাসি ওপেন খেতাব পুনরুদ্ধার করলেন নাদাল

June 5, 2022 | < 1 min read

মেনস সিঙ্গলসে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছিলই রাফায়েল নাদালের দখলে। এবার সংখ্যাটা আরও একটু বাড়ালেন স্প্যানিশ তারকা। ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে দুরমুশ করে জীবনের ২২ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল।

ফরাসি ওপেনের ফাইনালে আজ নাদাল ৬-৩, ৬-৩, ৬-০ সেটে গুড়িয়ে দেন নরওয়ের ২৩ বছর বয়সী টেনিস তারকা ক্যাসপারকে, যিনি এই প্রথম কোনও মেজর ইভেন্টের ফাইনালে উঠেছিলেন। লড়াই চলে মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিট। আর তাতেই বাজিমাত নাদালের।

চলতি মরশুমে এটি নাদালের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন নাদাল। গত মরশুমে একটিও মেজর ট্রফি জিততে পারেননি নাদাল। আর সেই না পাওয়ার দুঃখ তিনি মেটালেন এই মরশুমের প্রথম দু’টি মেজর ট্রফি জিতেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rafael Nadal, #Tennis, #French Open 2022, #Casper Ruud

আরো দেখুন