উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আজ থেকে কোন কোন বাজার বন্ধ শিলিগুড়িতে, দেখে নিন

June 29, 2020 | 2 min read

শহরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শতবর্ষ প্রাচীন ডিআইফান্ড মার্কেটের চিড়ে মুড়ি হাট বন্ধ করলেন ব্যবসায়িরা। রবিবার থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই হাট বন্ধ থাকবে। একশো বছরেরও বেশি পুরোনো ইতিহাসে এই প্রথম বাজারটি এক সপ্তাহের জন্য বন্ধ করা হল বলে জানাচ্ছেন ব্যবসাযীরা। শহরে করোনা সংক্রমণ বাড়তে থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে ডিআইফান্ড চিড়ামুড়ি হাট ব্যবসাযী সমিতির তরফে জানানো হয়েছে।

শতবর্ষ প্রাচীন ডিআইফান্ড মার্কেটের চিড়ে মুড়ি হাট বন্ধ করলেন ব্যবসায়ীরা

প্রশাসনের নির্দেশে সোমবার থেকে বাগড়াকোট বাজার, একটিযাশাল হাট, হাযদরপাড়া বাজার, বাংলা বাজার আগামী ৫ তারিখ পর্যন্ত বন্ধ হতে চলেছে। শালুগাড়া মার্কেটের ব্যবসাযীরা নিজেদের উদ্যোগে গত ২৬ তারিখ থেকে এক সপ্তাহের জন্য মার্কেট বন্ধ করলেও প্রশাসনের নির্দেশমত মার্কেট বন্ধের সেই দিনক্ষণ ৫ তারিখ  করা হয়েছে।

সোমবার থেকেই রেগুলেটেড মার্কেট খুলতে চলেছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হযেছে। প্রসঙ্গত, ১৫ তারিখ থেকে রেগুলেটেড মার্কেট বন্ধ রয়েছে। প্রথমদিকে ৭ দিনের জন্য বন্ধ রাখা হলেও পরবর্তীকালে প্রশাসনের তরফে সেই দিনক্ষণ আরও ৭ দিন বাড়ানো হয়।

রেগুলেটেড মার্কেটের সঙ্গে যোগসুত্র রয়েছে এমন বেশ কয়েকজনের শরীরে সংক্রমণ থাকার কারণেই মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছিল। মার্কেটটি ৪৬ নম্বর ওযার্ডের আওতায় রয়েছে। বর্তমানে অন্যান্য ওয়ার্ডের তুলনায় ওই ওয়ার্ডে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন। ফলে এমন পরিস্থিতিতে মার্কেট পরিচালনা করা চ্যালেঞ্জের বিষয়।

প্রসঙ্গত, ২৯ তারিখ থেকে মার্কেট খোলার আভাস উত্তরবঙ্গ সংবাদের পোর্টালে গত ২৫ তারিখই দেওয়া হয়েছিল। জেলা শাসক এস পন্নমবলম বলেন, মাছের আড়ত ও আড়তের বাইরে জীবিত এবং বাইরে থেকে আসা মাছ আলাদাভাবে অকশন করা হবে। মার্কেটে ঢোকা ট্রাকগুলির উপর বিশেষ নজর দেওয়া হবে।

রেগুলেটেড মার্কেট খোলার পাশাপাশি চম্পাসারি বাজারও সোমবার থেকে খুলছে বলে জানিয়েছেন বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসাযী সমিতির সম্পাদক বিপ্লব রায মুহুরি। প্রসঙ্গত, এলাকায় করোনা সংক্রমণ ও অতিরিক্ত জনসমাগমের জন্য সাতদিনেরও বেশি সময়ের জন্য এই বাজার প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয়েছিল।

বিপ্লববাবু বলেন, শহরের যেখানে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগেই, নয়তো প্রশাসনের তরফে কিছুদিনের জন্য বন্ধ করা হচ্ছে। পুরোপুরি লকডাউন করা হলে শহর ফের থমকে যাবে। তাই এভাবে শহর চলার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে আমরা আমাদের মতন প্রশাসনের নির্দেশমতন চেষ্টা চালিয়ে যাচ্ছি।

করোনা সংক্রমণ মেলায় বুধবার থেকে পাঁচদিনের জন্য বিধান মার্কেট ব্যবসায়ি সমিতির তরফে মার্কেট বন্ধ রাখা হয়েছিল। এদিন স্যানিটাইজ করার পাশাপাশি সোমবার থেকে মার্কেট ফের খুলবে বলে বিধান মার্কেট ব্যবসায়ি সমিতির তরফে জানানো হয়েছে। সময় পরিবর্তন গত সপ্তাহেই মার্কেটে ভিড় এড়াতে হকার্স কর্ণার ব্যবসায়ি সমিতির তরফে হোলসেল ও রিটেইল দোকান হিসেবে সময় আলাদা করা হয়েছে।

এবারে শিলিগুড়ি-১ নম্বর রেলগেট ব্যবসায়ি সমিতির দোকান খোলার সময় পরিবর্তন করল। ব্যবসায়ি সমিতির মাধ্যমে জানা গিয়েছে সকাল ৯ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত ১ নম্বর রেলগেট ব্যবসায়ি সমিতির অন্তর্গত দোকানগুলি খোলা থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Lockdown, #siliguri, #Siliguri market

আরো দেখুন