গরুপাচার নিয়ে ফ্যাসাদে পড়লেন শাহ, কলকাতা হাইকোর্টে মামলা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে
গরু পাচারকাণ্ডে এবার নাম জড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কলকাতা হাইকোর্টে গরুপাচার নিয়ে অমিত শাহের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাকারীর দাবি, বিএসএফ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাই, এর দায় বর্তায় সরকারের ওপর। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর। বিএসএফের নজর এড়িয়ে কিভাবে গরু পাচার হচ্ছে? এটাই প্রশ্ন মামলাকারীর।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। জনৈক রমাপ্রসাদ সরকার নামে এক ব্যক্তি এই মামলা করেছেন। তাঁর অভিযোগ, সীমান্তবর্তী এলাকার দায়িত্ব বিএসএফের হাতে। তাহলে তাদের নজর এড়িয়ে কিভাবে গরুপাচার চলছে?
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘কয়লা, গরু পাচারের উৎস অন্যত্র। কয়লা খনিগুলি পাহারা দেয় সিআইএসএফ। সীমান্ত দিয়ে গরু পাচারের বিষয়টি বিএসএফের দেখার কথা। এগুলি কিছুই আমাদের হাতে নেই।’
ইতিমধ্যেই গরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সিবিআই তাঁকে জেরা করেছে।