বিবিধ বিভাগে ফিরে যান

ক্যানসারের ওষুধের গবেষণামূলক প্রয়োগে ১০০ শতাংশ সাফল্য!

June 7, 2022 | < 1 min read

ছবি সৌঃ Getty Images

ক্যানসারকে কি একশো শতাংশ নির্মূল করা সম্ভব? সম্প্রতি মার্কিন মুলুকে একটি গবেষণা সেরকমই ইঙ্গিত দিচ্ছে। নিউ ইয়র্কের একটি ক্যানসার গবেষণা কেন্দ্রে ১৮ জন ক্যানসার আক্রান্ত রোগীদের দেহে একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে ওই ওষুধ প্রয়োগের ফলে ক্যানসার থেকে একশো শতাংশ মুক্তি পাওয়া সম্ভব। আর এই খবরে ক্যানসার আক্রান্ত রোগীরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। খুশির হাওয়া রোগীদের পরিবারে ও চিকিৎসকমহলে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ওই ১৮ জন রোগীর আগে অনেক চিকিৎসা হয়েছে। কেমোথেরাপি, রেডিয়েশন, অস্ত্রোপচার সবই করা হয়েছে। এরফলে তাদের শরীরে অন্যান্ন আরও নতুন অনেক সমস্যা তৈরি হয়। যেমন, কারওর লাগাতার পেটের গোলমাল শুরু হয়, কারওর যৌনক্ষমতা কমে যায়। নিউ ইয়র্কের ওই গবেষকদের দাবি, ওই ওষুধ খাওয়ার পর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি রোগীদের। অন্য কোনও চিকিৎসারও প্রয়োজন হয়নি।

গবেষকরা জানিয়েছেন, ডোস্টারলিমাব নামে ওই ওষুধটি ছ’মাস ধরে খেতে বলা হয়েছিল ১৮ জন রোগীকে। সেই মতো প্রতি মাসে টানা তিন সপ্তাহ করে ওষুধ খাওয়ানো হয় তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cancer

আরো দেখুন