← রাজ্য বিভাগে ফিরে যান
কেতুগ্রামের রেনুর পাশে দাঁড়ালেন মমতা, মিলল চাকরির প্রতিশ্রুতি
রেণু খাতুনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি কথা দিলেন রেনু তাঁর প্রাপ্য চাকরি পাবেন। মুখ্যমন্ত্রীর কথা শোনার পরই তাঁকে ধন্যবাদ দিলেন।
রেণুর কথায়, মুখ্যমন্ত্রী মায়ের মতো তাঁর পাশে থেকেছেন। আগলে রেখেছেন তাঁকে। যেভাবে দুঃস্বপ্নের দিনে তিনি এগিয়ে এলেন তা জীবনেও ভুলতে পারব না। স্বপ্ন পূরণ করতে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তাঁকে পথ চলায় শক্তি জোগাচ্ছে, জানালেন রেনু।
প্রসঙ্গত, পেয়েছি রেনু নার্সের চাকরি পেয়েছে জেনে গত শনিবার রাতে টিন কাটার কাচি দিয়ে স্ত্রীর ডান হাত কেটে দিয়েছিল কেতুগ্রামের শরিফুল শেখ। কিন্তু কাটা হাত নিয়েও লড়াই চালিয়ে যান রেনু।
সেই রেণুর পাশে এবার দাঁড়িয়েছেন মমতা। চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি কৃত্তিম হাত এবং চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।