← রাজ্য বিভাগে ফিরে যান
বঙ্গবিজেপির অবস্থা দেখে চটেছেন নাড্ডা? খোল নলচে পাল্টাচ্ছে গেরুয়া শিবিরের?
২০২১-এর বিধানসভা নির্বাচন ও এবং তারপর একের পর এক উপ নির্বাচন এবং পৌর নির্বাচনে এ রাজ্যে পর্যদুস্ত হয়েসে রাজ্য বিজেপি। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বাংলা সফরে এসে রাজ্য বিজেপির খোল নলচে পাল্টাতে চলেছে বলে সূত্রের খবর। এমনিতেই নাদ্দার সামনে প্রকট হয়েছে বঙ্গবিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব , জেলার বিজেপি কার্যালয়ে তালা দেওয়া থাকায় ঢুকতে পারেন নি , সব মিলিয়ে তিনি বঙ্গবিজেপির নেতাদের ওপর বেজায় চটেছেন বলে শোনা যাচ্ছে।
এ রাজ্যে কর্মীর অভাবে বিজেপির বুথ কমিটি অবলুপ্তির পথে। গত লোকসভা নির্বাচনের রাজ্যে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। কিন্তু তা সত্বেও সমস্ত বুথে দক্ষ কর্মী, নেতার অভাব রয়েছে বলে জানা গেছে। মোট ৭৭ হাজার বুথের বেশিরভাগেই বিজেপি দুর্বল। সেইসঙ্গে গোষ্ঠী দ্বন্দে জেরবার বঙ্গবিজেপি। বুথ মজবুত না হলে ভোটে জেতা একেবারেই সহজ নয়, ভাবে অনেকেই।