রাজ্য বিভাগে ফিরে যান

কেতুগ্রামের রেণুকে নন নার্সিং চাকরি দেবে রাজ্য, জানালেন মমতা

June 10, 2022 | < 1 min read

বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য সরকার কেতুগ্রামের রেণু খাতুনকে পূর্ব বর্ধমানেই ‘নন নার্সিং’ চাকরি দেবে। তাঁর চাকরির জন্য সেই মর্মে নিয়োগপত্র তৈরি হয়ে গেছে। । মমতা বলেন, রেণুকে পূর্ব বর্ধমানে নন নার্সিং কাজে লাগানো হবে। তাঁর ডান হাত না থাকায় তিনি নার্সের কাজ করতে পারবে না। অন্য কোনও কাজ করবেন।

সরকারি চাকরি পেয়েছে বলে রেনুর স্বামী তাঁর দেন হাত কেটে নেন। এরপরই মমতা এই ব্যাপারটি জানতে পেরে রেনুর সঙ্গে দেখা করেন ও পাশে থাকার আশ্বাস দেন। এর পর বৃহস্পতিবার মমতাই জানান, রেণুকে সেই সরকারি চাকরিতে বহাল করার বিষয়ে নিয়োগপত্রও তৈরি হয়ে গিয়েছে। তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের যাতে কঠোর শাস্তি হয়, তার প্রতিও নজর দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #job, #nurse, #Renu khatun

আরো দেখুন