দেশ বিভাগে ফিরে যান

বাড়ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৫৮৪

June 10, 2022 | < 1 min read

ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ। গত কয়েকদিনে রীতিমত লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে বেড়ে চলেছে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস।যা নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৮৪ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩৬ হাজার ২৬৭ জন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৪৭ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৪৪ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯১ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৭৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Corona Update, #India Fights Corona, #Corona Virus

আরো দেখুন