আবারও রক্তাক্ত মার্কিনমুলুক, বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন ৩ জন
সাম্প্রতিক সময় একাধিকবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। আবারও বন্দুকবাজের হামলায় আক্রান্ত হল আমেরিকা। বৃহস্পতিবার ৯ জুন মেরিল্যান্ডের এক কারখানায় বন্দুকবাজের চালানো গুলিতে প্রাণ হারালেন তিন জন। আততায়ীর পরিচয় এখনও অজানা। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পরে আততায়ী আহত হওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে
প্রসঙ্গত, কিছুদিন আগেই টেক্সাসের এক স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে ১৯ জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। কেঁপে উঠেছিল গোটা মার্কিনমুলুক। স্কুলে শিশুদের উপর নির্বিচারে গুলি চালানো থেকে শুরু করে রাস্তায় আমজনতাকে গুলি মারা, বন্দুকবাজের হামলা আমেরিকার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায়, প্রশ্নের মুখে আমেরিকার বন্দুক কেনার নীতি। সাবালক হলেই মার্কিন নাগরিকেরা বন্দুক কেনার অধিকার পান।
বারবার এমন হামলার ঘটনায়, ক্রমশ বাইডেন প্রশাসনের উপর চাপ বাড়ছে। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র কেনায় নিয়ন্ত্রণ আনতে কড়া আইন আনার দাবি উঠতে শুরু করেছে। এর মধ্যেই স্কুলে হামলার কয়েকদিন পরেই আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে গিয়েছে। এখন দেখার, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে বাইডেন প্রশাসন নতুন কী পদক্ষেপ গ্রহণ করে।